ঢাকামঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

শ্রীনগরে চায়ের দোকানে কথাকাটাকাটির জেরে প্রতিপক্ষের হামলায় আহত-২


নভেম্বর ৫, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:   মুন্সীগঞ্জের শ্রীনগরে চায়ের দোকানে কথাকাটাকাটির জের ধরে প্রতিপক্ষের হামলায় রমজান বেপারী(৫০) ও মোফাজ্জল(৪৮) নামে দুই ব্যক্তি গুরুত্বর আহত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়ন পরিষদের সামনে তাজুল ইসলাম এর চায়ের দোকানে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত রমজানের অবস্থার অবনতি দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
স্থানীয় সুত্রে জানা যায়, আহত রমজান বেপারীকে পার্শ্ববর্তী গ্রামের শাহজাহান বেপারীসহ স্ত্রী রোকসানা বেগম, ছেলে সজিব বেপারী পূর্ব শত্রুতার জের ধরে বিভিন্নভাবে হেনস্থা করে আসছিল। এ নিয়ে মঙ্গলবার সকালে রজমান বেপারী তাজুলের চায়ের দোকানে চা পান করতে আসলে রজমানের সাথে শাহজাহানের কথাকাটাকাটির এক পর্যায়ে শাহজাহানসহ তার স্ত্রী ও ছেলে রজমানের উপর অর্তকিত হামলা চালিয়ে শাহজাহানের হাতে থাকা চায়ের কাপ দিয়ে মাথায় আঘাত করে গুরুত্বর জখম করে। এসময় প্রতিবেশী মোফাজ্জল শাহজাহানগংয়ের হাত থেকে রজমান রক্ষা করতে গেলে তারা মোফাজ্জলকেও এলোপাথারী পিটিয়ে আহত করে। আহতদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে শাহজাহান গং প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।
এবিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিন মুন্সি বলেন, রোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।