স্বপন রবি দাশ (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে হাফিজুর হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী রব্বান মিয়া(৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত হত্যা মামলার আসামী হলো – নবীগঞ্জ উপজেলার আউসকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মৃত মন্তাজ মিয়া ছেলে রব্বান মিয়া (৪০)।গতকাল শনিবার(২৩নভেম্বর) রাতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন পিপিএম এর দিকনির্দেশনায় ও এসআই মো: সুমন মিয়া ফোর্স সহ গোপন সংবাদ ভিত্তিতে হাফিজুর হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামিকে আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের বিশেষ অভিযান চালিয়ে রব্বান মিয়া (৪০)কে গ্রেফতার করতে সক্ষম হয়।হত্যা মামলার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: কালাম হোসেন পিপিএম। তিনি বলেন হত্যা মামলার আসামী গ্রেফতার করা হয়েছে। আজ সকালে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।