রুবেল শেখ (পাবনা) জেলা প্রতিনিধি: পাবনা জেলা ছাত্রদলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন ভাইয়া’র উদ্যগে, পাবনা জেলা বিএনপি, সদর উপজেলা ও পৌর বিএনপি এবং যুবদল,সেচ্ছাসেবকদল,ছাত্রদলের আয়োজনে ২৬ নভেম্বর ২০২৪ইং পাবনা সদর পৌর এলাকায়,সাম্য, মানবিক ও ন্যায় ভিত্তিক রাষ্ট্র বিনির্মানের লক্ষ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের, ৩১ দফা সংস্কার প্রস্তাব অবহিতকরনে, আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।৩১ দফা সংস্কার প্রস্তাব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা বিএনপি’র যুগ্ম- আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম বগা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মুরাদ ও পৌর বিএনপির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালু(কমিশনার), পৌর বিএনপি নেতা শফিক, সদর উপজেলা বিএনপি নেতা রঞ্জু, পাবনা সদর উপজেলা যুবদলের যুগ্ম- আহ্বায়ক রেজাউল হোসেন পিকু,জেলা সেচ্ছাসেবকদলের ১নং যুগ্ম- আহ্বায়ক এসকে সাগর।এসময় বক্তারা ৩১ দফা সাধারণ জনগণের কাছে কিভাবে তুলে ধরা যায় সে বিষয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। বিকাল ৪টার দিকে শুরু হওয়া আলোচনা সভা রাত্রি ৯টার দিকে শেষ হয়।উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, পাবনা পৌর সেচ্ছাসেবকদলের সিনিঃ যুগ্ম আহবায়ক আজমল হোসেন রানা,২ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কবির হোসেন,পাবনা জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন সাব্বির,সহ-প্রচার সম্পাদক আমির হামজা,জেলা জিয়া সাইবার ফোর্স এর আহৃবায়ক ও জেলা ছাত্রদলের সহ-দফতর সম্পাদক রুবেল শেখ,পাবনা জেলা জাতীয়তাবাদি তারুণ্যের দলের সভাপতি ইসা, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব মেহেদী হাসান রাব্বি,যুগ্ম-আহ্বায়ক আলিফ হোসেন আমির,ইমন,সদর উপজেলা ছাত্রদল নেতা মোফাজ্জল, রিজভী,রিশান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।