ঢাকাশনিবার , ২ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা


নভেম্বর ২, ২০২৪ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

হামিদুর রহমান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ  ” সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশে “এ প্রতিপাদ্য  সামনে নিয়ে  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ অধিদপ্তরের আয়োজনে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনতে প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে র‍্যালি, জাতীয় পতাকা উত্তোলন, সমবায় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার  সকালে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।এবং উপজেলা পরিষদ চত্বরে পতাকা উত্তোলন শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে  সভাপতিত্ব করেন, উপজেলা সমবায় কর্মকর্তা সুলতান আলম খান,

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নূরুল ইসলাম,পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসু ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, রহনপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদ, গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম প্রমূখসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।