ঢাকারবিবার , ১০ নভেম্বর ২০২৪

উপদেষ্টা হচ্ছেন আরও পাঁচ জন


নভেম্বর ১০, ২০২৪ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপার্টোর:   অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদে আরও পাঁচ জন যোগ দিচ্ছেন। রোববার সরকারের শীর্ষ পর্যায়ের সূত্রের বরাতে দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, ‘সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।’

উল্লেখ্য, ছাত্র-জনতার  অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্যসংখ্যা এখন ২১ জন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।