ঢাকাবুধবার , ২৭ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

আজমিরীগঞ্জে পঞ্চায়েত জমা টাকা কেন্দ্র করে দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষে ওসিসহ আহত ৩০জন


নভেম্বর ২৭, ২০২৪ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:   হবিগঞ্জের আজমিরীগঞ্জে গ্রাম পঞ্চায়েত কমিটির সমিতির ফান্ডে রাখা টাকার হিসেবকে কেন্দ্র করে দুই পক্ষের দেড় ঘন্টাব্যাপী সংঘর্ষে ওসিসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বুধবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় সুত্রে জানা যায়, নোয়াগড় গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা শাজাহান মিয়ার কাছে গ্রাম পঞ্চায়েত সমিতির ফান্ডের টাকা এবং নোয়াগড় মাদ্রাসা ফান্ডের প্রায় কোটি টাকা রক্ষিত ছিল। ফান্ডের সেই টাকার হিসেব বুঝিয়ে দেয়ার জন্য বিগত কয়েক সপ্তাহ ধরে বেশ কয়েকবার গ্রামবাসীর একাংশ শাজাহান মিয়াকে তাগাদা দেন। কিন্তু প্রতিবারই শাজাহান মিয়া হিসেব না দিয়ে গড়িমসি করতে থাকেন।মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে নোয়াগড় মাদ্রাসা কমিটির আহবায়ক বশির মিয়াসহ এলাকার কিছু মানুষ হিসাবের জন্য শাজাহান মিয়ার কাছে গেলে উভয়পক্ষের লোকজনের মধ্যে বাক বিতন্ডা বাঁধে। বাক বিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।এরই জেরে বুধবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।স্থানীয় ইউপি সদস্য মো. জুনাব আলী বলেন, ফান্ডের টাকার হিসেব নিয়ে মঙ্গলবার রাতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই জেরে বুধবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম সাঈদুল হাছান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সংঘর্ষ নিয়ন্ত্রণের এক পর্যায়ে আমি আহত হই। তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।