মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম: একটি দেশের স্বাধীনতা শুধু তার মূল ভূখন্ডের স্বাধীনতা র ভিতরে ই সীমাবদ্ধ নয়।তার সমূদ্রসীমা ও আকাশ পথের উপর ও নির্ভরশীল। অত্যন্ত দুঃখজনক হলেও বাস্তবতা হলো আমাদের বর্তমান নীতি নির্ধারণী পর্যায়ের যারা রয়েছেন তাদের এই সমূদ্রসীমা ও এর স্বারবভৌমত্ব নিয়ে কোন মাথাব্যথা নেই।
ফ্যাসিস্ট আমলে নিয়োগ কৃত নেভাল অফিসার রা দেশের সমুদ্র সীমা ছেড়ে দিয়ে এসে এখন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান হয়ে অর্থ আত্মসাৎ এবং দূর্নীতি র মহা উৎসবে মেতে উঠেছে।
আমদানি রফতানি র সিংহ ভাগ হয়ে থাকে সমূদ্র পথে,,,, মেরিটাইম সেক্টরে।এই জায়গা টা বরাবরই অবহেলিত। বৈদেশিক বাণিজ্যে র একটা বিরাট বড় স্টেক হোল্ডার হল মেরিটাইম সেক্টর ,,,,। কিন্তু এই জায়গা য় উপযুক্ত মেরিন অফিসার ও ইন্জিনিয়ার দের মূল্যায়ন না করে ,,,, ক্ষমতা পাকাপোক্ত করার অভিপ্রায়ে বিগত স্বৈরশাসক ফ্যাসিস্ট হাসিনা তার নিয়োগ কৃত নেভাল অফিসার দের পদায়ন করে অবৈধভাবে টাকা কামানোর রাস্তা করে দিয়েছিল যারা আমাদের দেশের বন্দর এর ব্যবস্থাপনা ভারতের হাতে তুলে দিয়েছিল দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে।একজন দেশপ্রেমিক মার্চেন্ট মেরিন অফিসার হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
অচিরেই আমাদের ডিপার্টমেন্ট অফ শিপিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, মেরিন একাডেমী ও নৌপরিবহন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে ফ্যাসিস্ট হাসিনার দোসর দের অপসারণের এর দাবি জানাচ্ছি।