আপন সরদার টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: অর্ধেক পচা অর্ধেক ভালো এমন আলু কেটে ৪০ টাকা কেজি দরে বিক্রি করছেন বিক্রেতারা। আলুর দাম বৃদ্ধি হওয়ায় বাধ্য হয়েই মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষেরা সেগুলো কিনে নিচ্ছেন। রবিবার টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বাজারের ব্যবসায়ী জালাল খালাসি কে আধাপচা আলু গুলো এমনি ভাবে কেটে কেটে বিক্রি করতে দেখা গেছে। শুধু জালাল খালাসি ই নয় এই বাজারের অধিকাংশ সবজি ব্যবসায়ীরা এভাবে আধাপচা আলু গুলো কেটে কেটে ৪০ টাকা কেজি দরে বিক্রি করছেন । অথচ বিগত দিনে এই আলুগুলো হয়তো ফেলে দিতো নাহয় গো-খাদ্য হিসেবে ব্যবহৃত হতো। আলুর দাম লাগামহীন হওয়ায় এখন এই আলুগুলোও বিক্রি হয়ে যাচ্ছে। মজিবর নামের এক ক্রেতা জানান, একটা সময় এই আধাপচা আলু ফেলে দিতাম অথচ সেই আলু ই এখন ৪০ টাকা কেজিতে কিনে খাচ্ছি। জয়নাল নামের হাসাইল চরাঞ্চলের আরেক ক্রেতা জানান, কত ভালো ভালো আলু জমিতেই পরে থাকতো নেওয়ার মানুষ পেতাম অথচ আজ ৪০ টাকা কেজিতে পচা আলু খাইতাছি। আগে যেই আলু গরুরে খাওয়াইতাম এখন সেই আলু আমরা খাই। গরুরে আলু খাওয়াইতে পারিনা। আলু বিক্রেতা জালাল খালাসি বলেন, কাস্টমারদের কথা কি বলবো আমি নিজেই তো এই আলু ফেলে দিয়েছিলাম। অথচ এই আলু আমি ৩৫ টাকা কেজি দরে কিনে এনে ৪০ টাকা কেজিতে বিক্রি করতাছি। কখনো কল্পনা করতে পারিনাই আলুর দাম এভাবে বাড়বে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭