নিজস্ব প্রতিনিধি: শিক্ষার্থীর চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় ছাত্রদলের শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ই নভেম্বর) সকালে জেলা ছাত্রদলের শিক্ষার্থীদের আয়োজন পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, শহীদ এম মনসুর আলী কলেজ, পাবনা ইসলামীয়া ডিগ্রী কলেজ ও পাবনা কলেজে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের সহ সভাপতি তৌহিদুর রহমান আউয়াল।
মত বিনিময় সভায় ডাঃ আউয়াল বলেন, এই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের মাঝে একশ'র অধিক শুধুমাত্র ছাত্রদলেরই। দেশপ্রেমিক এই শহীদ ছাত্রনেতা-সহ নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে।
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে রাষ্ট্র মেরামত ও বিনির্মাণের জন্য প্রস্তাবিত ৩১ দফা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম প্রদত্ত ১৯ দফার-ই সময়োপযোগী ভার্সন। আগামীকাল ৭ই নভেম্বরে বিপ্লব ও সংহতি দিবসে সকলকে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার লক্ষে কাজ করাই হোক অঙ্গীকার।
সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে এই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার শেখ হাসিনাকে পদত্যাগ করাতে সক্ষম হয়েছে। ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে তাদের কর্মকাণ্ডের জন্য। আগামীতে দেশের প্রতিটা স্কুল কলেজে সুন্দর শৃঙ্খলা রাজনীতি দেখবে বাংলাদেশের মানুষ। এই ৩১ দফাকে বাংলাদেশের মুক্তির সনদ হিসেবে আখ্যায়িত করেন ডাঃ আউয়াল।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ও পাবনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্সসহ নেতৃবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭