ভোরের খবর ডেস্ক: দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সচিব এ বি এম সাত্তার মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। ম্যাডামের শরীর ভালো থাকলে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর এই প্রথম কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেবেন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার বেগম জিয়ার আমন্ত্রণপত্র গ্রহণ করেন।দলীয় সূত্র জানিয়েছে, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্যসহ ২৬ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭