স্টাফ রিপোর্টারঃ পাবনার সাঁথিয়ায় বিএনপির আহ্বায়ক কমিটি দেওয়াকে কেন্দ্র করে শনিবার বিএনপির দুইগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। করা হয়েছে সদ্য আহবায়ক কমিটিতে সদস্য সচিবের পদ পাওয়া সালাউদ্দিন খানের সমর্থকদের বাড়িঘরে হামলা ও ঘরের জিনিসপত্র ভাংচুর।
অন্যদিকে, গত শনিবার সাঁথিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন। তার মধ্যে নব-গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম-আহবায়কের পদ পাওয়া ভিপি শামসুর রহমানের এক সমর্থক সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন মল্লিককেও কুপিয়ে জখম করে সালাউদ্দিন খানের সমর্থকেরা। এ নিয়ে সাঁথিয়ার বিএনপির রাজনীতিতে এখন চরম অস্থিরতা চলছে।
এ বিষয়ে পাবনা জেলা প্রচার দলের সাবেক সহ সভাপতি ও সাঁথিয়া উপজেলা কৃষক দলের সদস্য আবুল কালাম আজাদ তার বাড়িঘর ভাংচুরে মনক্ষুন্ন হয়ে বলেন,ফ্যাসিবাদের সময়ও আমি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছি। এখনো হচ্ছি। আমার কাছে মনে হচ্ছে এবার সৈরাশাসকের চেয়েও বেশি ক্ষতি করে ফেলেছে।
যাদের বাড়িঘরে হামলা করা হয়েছে তাদের এখনো প্রাণের ভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া হচ্ছে পাল্টাপাল্টি পোস্ট। করা হচ্ছে লাইভও যার রেষ ধরে চলছে আক্রমণান্তক আচরণ। বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। যার কারণে, জীবনও জীবিকা নির্বাহেও এখন জীর্ণ স্থবিরতা।
এ বিষয় নিয়ে, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সাথে একাধিকবার যোগাযোগ করেও সম্ভব হয়নি। পরে সদস্য সচিব এ্যাডভোকেট মাসুদ খন্দকারের সাথে কথা হলে তিনি জানান, আমরা একাধিকবার মিটিং করে করে এই কমিটি করেছি। ভুল মানুষেরই হয়। যেহেতু আমরা মানুষ সেহেতু আমরা ভুল করতেই পারি। শীঘ্রই আমরা বসে বিষয়টি সমাধানের চেষ্টা করবো।
অন্যদিকে, পকেট কমিটি অ্যাখা দিয়ে ঝাড়ু মিছিল, সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর ও আহতদের বিষয়েও সবই জানেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় বিএনপির সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি বলেন, প্রতিটা ওয়ার্ডের খবর ও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাখেন এবং দেখছেন। খুব শীঘ্রই পাবনা জেলার নেতাদের নিয়ে বসা হবে। আশা করি সেখানেই একটা সুরহা আসবে। এর মধ্যে কোন রকম অস্থিতিশীল পরিস্থিতিতে জড়ানো যাবেনা। জনগণের কাছে যাতে বড় মুখ নিয়ে ভোট চাইতে পারেন সেইদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন।
উল্লেখ্য, পাবনার সাঁথিয়া উপজেলা বাদেও বিএনপির বিভিন্ন ইউনিট ও উপজেলা কমিটি নিয়ে অসন্তোষ রয়েছে। যা দলের হাইকমান্ডের পক্ষ থেকে বিষয়টি নিয়ে দ্রুত সুরহা দিবেন বলে আশ্বাস ও দেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭