গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপি অফিস ভাঙচুর ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গ কথোপকথনের ঘটনায় যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জন্য আলোচনায় এসেছিলেন, পাশাপাশি বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে।জাহাঙ্গীর আলম (৪৫) গোবিন্দগঞ্জ উপজেলা যুবলীগের দফতর সম্পাদক এবং হিরক পাড়া এলাকার মোজাম্মেল হকের ছেলে।রোববার (১৭ নভেম্বর) বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, রোববার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে নওগাঁ জেলার মান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।পুলিশ জানায়, ৩ আগস্ট বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় জাহাঙ্গীর আলমের নাম উঠে আসে। ঘটনার পর তিনি ও তার সহযোগীরা আত্মগোপনে চলে যান। পরে, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন এবং সেই ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে প্রশাসন ও জনগণের নজরে আসে তার কার্যকলাপ।গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানিয়েছেন, অভিযানে গ্রেফতার হওয়া জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিএনপি অফিস ভাঙচুরের মামলা রয়েছে, আর তার ফোনালাপের বিষয়টি প্রশাসনকেও উদ্বিগ্ন করেছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭