মুন্সীগঞ্জ প্রতিনিধি: সামাজিক সংগঠন লৌহজং ব্লাড ব্যাংক এর পক্ষ থেকে বিনামূল্যে সরকারি লৌহজং কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ নির্নয় করা হয়েছে। সোমবার (২৫নভেম্বর) সকাল ৯ টায় সরকারি লৌহজং কলেজ প্রাঙ্গনে এ কার্যক্রম শুরু হয়ে বিকেল ৩ টায় শেষ হয়। এ সময় প্রায় শতাধিক শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করে সংগঠনের সদস্যরা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি লৌহজং কলেজ এর অধ্যক্ষ মো: মোজাম্মেল হক বিশেষ অতিথি উপাধ্যক্ষ মো: শহিদুর রহমান সিকদার।ক্যাম্পেইন পরিচালনা করেন লৌহজং স্টুডেন্ট ব্লাড ব্যাংকের কার্যকরী সদস্য পলাশ মল্লিক,রোহান সরদার, মারজান হোসাইন, ইমন খান, হিমেল খান, আসিফ শেখ, সাব্বির দেওয়ান, সিফাত শেখ, মাহিম শেখ, নাজনিন আক্তার, মিথিলা আখতার,মুন, মৌটুসী, তানহা আক্তার,তাবাসসুম, রামিজা আক্তার,রাকিবা ও কার্যকরী সদস্যবৃন্দরা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭