নিজস্ব প্রতিনিধি: শিক্ষার্থীর চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে সাধারণ শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩রা নভেম্বর) জেলা ছাত্রদলের শিক্ষার্থীদের আয়োজনে মেহেরপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ ও মেহেরপুর পৌর কলেজে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের সহ সভাপতি তৌহিদুর রহমান আউয়াল।
মত বিনিময় সভায় ডাঃ আউয়াল বলেন, বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। তারপর টোটাল রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। গতানুগতির রাজনীতির ধারা সেটা আর নেই। আমরা সবাইকে জানাতে এসেছি আমাদের দেশনায়ক তারেক রহমান প্রদত্ত ৩১ দফা। এই দফার মধ্যে সাধারণ মানুষের সব উত্তর রয়েছে।
অনলাইন মিডিয়াতে আগস্ট মাসে ফ্যাসিবাদের কলুষিত কালো রক্তের ন্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম কালো করার যে হিড়িক ছিলো; সেই চর্চা থেকে বের হয়ে বিপ্লবী চেতনায় রক্তবর্ণ লালের থিম দিয়েছিলেন দেশনায়ক তারেক রহমান। এই ৩১ দফাকে বাংলাদেশের মুক্তির সনদ হিসেবে আখ্যায়িত করেন ডাঃ আউয়াল।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ও জেলা ছাত্রদল সভাপতি আকিব জাভেদ সেনজির, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব-সহ নেতৃবৃন্দ।