মোঃ মনিরুজ্জামান রুবেল (কুষ্টিয়া) প্রতিনিধি: বিগত ২০০৬ সালের ২৮ অক্টোবর, সারা বাংলাদেশের ন্যায় কুষ্টিয়া জেলার মিরপুর থানাতেও সংগঠিত হয় লগি-বইঠার নৃশংসতা। মিরপুর বিএনপির অফিসে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম অবস্থান করছিলেন নেতা-কর্মীদের সঙ্গে। তাকে হত্যার উদ্দেশ্য লগি-বইঠা বাহিনী আগুন জ্বালিয়ে দেয় বিএনপি অফিস, সেই সঙ্গে এলোপাতাড়ি গুলি করে। সেই গুলি লক্ষভ্রষ্ট হয়ে দুইজন মারা যায়।নিজেদের বাচাতে মিথ্যা মামলা করা হয় মিরপুর ও ভেড়ামারা থানার ৫৪ জন বিএনপি নেতাদের।দীর্ঘ ১৮ বছর বিচারকাজ শেষে আজ বিজ্ঞ-আদালত সাবেক সাংসদ অধ্যাপক শহীদুল ইসলাম ও কুষ্টিয়া জেলা বিএনপির জোষ্ঠ যুগ্ম আহবায়ক, ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম সহ সকল আসামি কে বেকুশল খালাস প্রদান করেন।এ রায়ের মাধ্যমে সঠিক বিচার পেয়েছেন বলে তারা অভিমত প্রদান করেন এমনকি ভেড়ামারা-মিরপুর বিএনপি পরিবার এর ভিতর নিরব আনন্দ বয়ে যাচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭