সাজ্জাদুল আলম খান (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় জমি দখল ও খেতের আমন ধান কেটে নিয়ে যাওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের গোবদিয়া গ্রামের মোঃ হানিফ মিয়ার ছেলে মোঃ তাহের আলী (৪৫) ৫ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন।এ ব্যাপারে অভিযুক্ত সেলিম মুঠোফোনে জানান আমি আমার ক্ষেতের ধান কেটেছি অন্য কারো ধান কাটিনি অভিযোগ যে কেহ দিতে পারে।অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ তাহের আলী উপজেলার মল্লিকবাড়ী মৌজার ৩৩৬ দাগের ১০৫ শতাংশ জমি দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে ওই সম্পত্তিতে আমন ধান চাষাবাদ করে আসছিলেন। ওই সম্পত্তি মৃত নুর হোসেনের ছেলে সেলিম মিয়া (৩৫), মোঃ সিরাজ (৪০), মোঃ ওসমান (৬০), মোঃ সেলিম মিয়ার স্ত্রী মোছাঃ ইসমত আরা (৩০) ও ছেলে মোঃ জিসান অবৈধভাবে জোরপূর্বক জবরদখল করার বিভিন্ন পায়তারা করতেছে। প্রতিবাদ করলে তারা খুন জখমের হুমকি দেয়। ১৫ নভেম্বর (শুক্রবার) আনুমানিক সাড়ে ১১ টার সময় অভিযুক্ত ব্যক্তিসহ অজ্ঞাতনামা ২০-২৫ জন ওই জমিতে রোপন করা আনুমানিক ২০ মন আমন ধান কেটে নিয়ে যায়।ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা খান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।