ঢাকাসোমবার , ১৮ নভেম্বর ২০২৪

পাবনায় মজলুম জননেতা ভাসানীর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল


নভেম্বর ১৮, ২০২৪ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

রুবেল শেখ (পাবনা) জেলা প্রতিনিধি:   ভাসানী স্মৃতি সংসদ পাবনা জেলার শাখার উদ্যোগে,মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকী স্মরণে,পাবনা প্রেস ক্লাব মিলায়তনে,১৭ নভেম্বর সন্ধ্যা ৭ ঘটিকার সময় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা ও দোয়া মাহফিল,ভাসানী স্মৃতি সংসদ পাবনা জেলা শাখা’র সভাপতি অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র বিশেষ সহকারী, জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক, অ্যাডঃ শামসুর রহমান শিমুল বিশ্বাস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডঃ আব্দুল আজিজ,আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার। জেলা জিএসডির সভাপতি, কবির হোসেন।এছাড়া আরো উপস্তিতির ছিলেন, সিনিয়র সাংবাদিকবৃন্দ সহ, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, আনোয়ারুল ইসলাম(সাবেক সংসদ সদস্য), জুহুরুল ইসলাম বাবু, পৌর বিএনপির সাবেক সভাপতি তৌফিক হাবিব,পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সিনিঃ যুগ্ম সম্পাদক, সাবির হাসান বাচ্চু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালু(কমিশনার), মুসাব্বির হোসেন সন্জু,যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি (রাজশাহী বিভাগ), পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ খান প্রমুখ।কুরআন তেলওয়াত দিয়ে শুরু হয়, উক্ত আলোচনা ও দোয়া মাহফিল, আলোচনায় অতিথিদের বক্তব্যে, মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী’র জীবনী নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে, মোনাজাতের মাধ্যমে শেষ হয় ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।