রুবেল শেখ (পাবনা) জেলা প্রতিনিধি: পাবনায় ৫ শতাধিক গরীব অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।সোমবার (১৮ নভেম্বর) দুপুরে আলহাজ্ব আহেদ আলী স্কুল এন্ড কলেজ মাঠে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়েছে।বাংলাদেশ এডুকেশন এন্ড টেকনোলজি সোসাইটির পৃষ্ঠপোষকতায় ও দাতা সংস্থা এমিরেটস রেড ক্রিসেন্টের সহযোগিতায় এই কম্বল বিতরণ করা হয়।আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস মানবকল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশীয় আরব আমিরাত দূতাবাসের ফরেন এইড কো-অর্ডিনেশন অফিসার শেখ রাশেদ মোহাম্মদ মাইল আজ জাআবী।এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এডুকেশন এন্ড টেকনোলজি সোসাইটির চেয়ারম্যান এনামুল হক খন্দকার, পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।এর আগে আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস মানবকল্যাণ ট্রাষ্ট পরিচালিত মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও এর নির্মাণকাজ পরিদর্শন করেন অতিথিরা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭