ঢাকাশনিবার , ৯ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

নানা অজুহাত দিয়ে নির্বাচন অনুষ্ঠানে দীর্ঘায়িত করবেননা


নভেম্বর ৯, ২০২৪ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি:   জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অন্তর্বর্তী সরকারের উদ্দ্যেশ্যে বলেছেন, নানা অজুহাত অথবা অগ্রাধিকার বুঝতে না পেরে নির্বাচন অনুষ্ঠানে আপনারা দীর্ঘায়িত করবেননা। আপনারা ইচ্ছাকৃতভাবে অপ্রয়োজনে নির্বাচন অনুষ্ঠানে যদি ঢিলেমি করেন তাহলে জনগণ সেটি মেনে নিবেনা।

শনিবার (৯ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর শহরের দারুল আমান একাডেমী কার্যালয়ের হলরুমে ও চন্দ্রগঞ্জ থানা জামায়াতের উদ্যোগে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বিকেলে কর্মী সম্মেলনে পৃথক পৃথক ভাবে দুটি অনুষ্ঠানে জেলা জামায়াতের দায়িত্বশীল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ভোটার লিষ্ট সংশোধন, ইলেকশন কমিশন সংস্কার অপরিহার্য, আমরা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন (পিআর পদ্ধতি) এর কথা বলেছি, যেটা নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দর করবে এবং দেশের ক্ষমতার ভারসাম্য হবে, ভবিষ্যতে যেকোন ফ্যাসিজম বা এক নায়কতন্ত্রকে রোধ করবে, সেই সংস্কার এনে যত দ্রুত সম্ভব দিস ওনার দি বেটার একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করেন। স্বাধীনতার ৫৫ বছরে অনেক দল অনেক স্লোগান দেখেছি, যারাই ক্ষমতায় আসে তারা মুদ্রার এপিঠ-ওপিঠ বলে মন্তব্য করে সকলকে সজাগ থাকার আহবান জানান জামায়াতের শীর্ষ এ নেতা।

প্রধান বক্তা বক্তব্য ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারী, লক্ষ্মীপুর সদর ৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোহাম্মদ রেজাউল করিম।

এসময় আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর মাষ্টার রুহুল আমিন, নায়েবে আমীর এআর হাফিজ উল্যাহ, লক্ষ্মীপুর দারুল উলুম কামীল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. মোহাম্মদ আবদুল্লাহ, সহ-সেক্রেটারী অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ ও নাছির উদ্দিন মাহমুদ, শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, জেলা ছাত্র শিবিরের সভাপতি মনির হোসেন,শহর শিবির সভাপতি আরমান হোসেন পাটওয়ারীও সেক্রেটারী ফরিদ উদ্দিনসহ জেলা-উপজেলা ও পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, চন্দ্রগঞ্জ থানা সহকারী সেক্রেটারি মাওলানা ইকবাল হোসেন, চন্দ্রগঞ্জ থানা কর্মপরিষদ সদস্য কাউসার হামীদ,আবিদুর রহমান, মাওলানা আব্দুল হাই ও ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন আমির আব্দুল হান্নান প্রমুখ

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।