স্বপন রবি দাশ (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা বাউসা ইউনিয়নের রিফাতপুর গ্রামের বাসিন্ধা ও সাবেক ইউপি সদস্য ক্ষীতিশ চন্দ্র দাস (৭৮) আর নেই। তিনি গতকাল (১৮ নম্বেবর) সোমবার সকাল ৮ ঘটিকায় সময় নিজ বাড়িতে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,৪ পুত্র,২ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাশ অনুপের নের্তৃত্বে প্রশাসনের লোকজন রাষ্টীয় মর্যাদা গার্ড অব অর্নার প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত(ওসি) কামাল হোসেন পিপিএম, এস,আই রাজিব আহমেদ ও এস,আই,শুভ দেব নাথ। তাঁর শেষকৃত্যনুষ্টান ঐদিন দুপুর ২ঘটিকার সময় রিফাতপুর পশ্চিম শ্মশানঘাটে অনুষ্টিত হয়। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর খবর শোনে তাঁকে শেষবারের মত এক নজর দেখার জন্য রিফাতপুর নিজ বাড়ীতে ছুটে যান, সাবেক ইউপি চেয়ারম্যান সিদ্দিক রহমান,মুক্তিযোদ্ধা রথীন্দ্র চন্দ্র,সাবেক মেম্বার হারুন মিয়া, প্রেসক্লাবের সদস্য সাগর আহমেদ, জুয়েল চৌধুরী, সুমন আহমেদসহ রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় নের্তৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা ক্ষীতিশ চন্দ্র দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭