স্বপন রবি দাশ (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ১নং বড় ভাকৈর ইউনিয়নের সোনাপুর গ্রামের বিষধর সাপের কামড়ে রিনা রানী রবি দাস (৪০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। নিহত রিনা রবি দাশ ওই গ্রামের আবু রবি দাসের স্ত্রী।
জানা যায়- রিনা রবি দাসের বসতঘরে খাটের নিচে লাকড়ি রাখা ছিল। সোমবার ১১ নভেম্বর বিকালে খাটের নিচে হাত দিতেই একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। তাৎক্ষনিক তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রাকিবুল ইসলাম জানান, রিনার ডান হাতে সাপের কামড়ের মতো চিহ্ন দেখতে পান। তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
রিনার পরিবার জানায়, সিলেট নিয়ে যাওয়ার পর ইমারজেন্সী ডিউটিতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
১নং বড় ভাকৈর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: সেলিম মিয়া বলেন- সোমবার বিকালে রান্না করার জন্য ঘরে লাকড়ি আনতে গেলে সাপ তাকে ছোবল দেয়। পরে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।