স্বপন রবি দাশ (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি: নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন ও সি আর মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।নারী শিশু মামলা নং-১৫২০/২০১৮, ধারা-৭/৯(১), ২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) এর এজাহার নামীয় আসামী হলো নবীগঞ্জ উপজেলা চরগাও গ্রামের কাঁচা মিয়ার পুত্র রায়হান মিয়া (২৬)।গতকাল বৃহস্পতিবার ২১ নভেম্বর রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) কামাল হোসেন, পিপিএম এর দিক নির্দেশনায় ও এস,আই সুমন মিয়ার নেতৃত্বে গোপন সংবাদ ভিত্তিতে পৌরসভার রাজাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নারী শিশু নির্যাতন মামলার ও সি আর পরোয়ানা ভুক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন,নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) কালাম হোসেন পিপিএম। তিনি বলেন,গ্রেফতারকৃত আসামীদেরকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭