স্বপন রবি দাশ (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের হরতকি পাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক কাজল মিয়াকে অপহরণ করে ইয়াবা দিয়ে ফাঁসানোর প্রতিবাদে ও মুক্তির দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ এবং মানববন্ধন ও চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে এলাকাবাসী।মঙ্গলবার ১৯ নভেম্বর বিকেলে উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজারে পানিউমদা,কুর্শা,বড়কান্দি গ্রামবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। এসময় আধাঘন্টা মহাসড়কের যানচলাচল বন্ধ থাকে।মানববন্ধনে সাবেক ইউপি সদস্য আরজদ আলী মেম্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন শাহেদুজ্জামান ফরহাদ, আব্দুল হাই, মজনু মিয়া, শামসুদ্দিন জনি, রোমান মিয়া, মসজিদের ইমাম আফজল রেজাসহ আরও অনেকেই।মানববন্ধনে বক্তারা বলেন- চিহ্নিত মাদক ব্যবসায়ী ওসমান গনির দেয়া টাকা হরতকি পাড়া মসজিদে গ্রহণ না করার কারণে মসজিদের সাধারণ সম্পাদক কাজল মিয়াকে পানিউমদা এলাকা থেকে গনি ও তার ছেলেরা প্রকাশ্যে অপহরণ করে জকিগঞ্জ থানায় এলাকায় নিয়ে ইয়াবা দিয়ে পুলিশের কাছে তোলে দেয়। অবিলম্বে নিরীহ কাজল মিয়ার মুক্তি ও ২৪ ঘন্টার ভিতরে ইয়াবা ব্যবসায়ী ওসমান গনি এবং তার ছেলেদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয়া হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭