স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জে ইন্সপায়ার ফাউন্ডেশন ইউকে ‘র উদ্যোগে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ১২ ঘটিকায় নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে অবস্থিত বাজকাশারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ছাত্র ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
বাজকাশারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌর চন্দ্র রায়ের সভাপতিত্বে মোঃ বুলবুল আহমদ, মোঃ লোকমান হোসেন লক্কু ও মোঃ আশিকুর ইসলাম চৌধুরী’র সার্বিক তত্বাবধানে, সুজাত আহমেদ জিহাদ এর পরিচালনায় উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচির অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও গীতিকার এম মুজিবুর রহমান,দৈনিক বাংলাদেশ সমাচার বিশেষ প্রতিনিধি সাংবাদিক স্বপন রবি দাশ,বাংলাদেশ প্রেসক্লাব নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ মজিবুর রহমান ভূইয়া, বাজকাশারা গ্রামের বিশিষ্ট মুরুব্বি হাজ্বী সনর মিয়া, হাজ্বী আলা উদ্দিন, আমেরিকা প্রবাসী আব্দুল কাদির।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ব্যবসায়ী আবুল কালাম, আউয়াল মিয়া, আকলিছ মিয়া, আকলু মিয়া, সজলু মিয়া, আজিজুল মিয়া, জাকারিয়া আহমদ, সহ স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ কালে অতিথিরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গাছের চারা লাগানোর বিকল্প নেই। সামাজিক সংগঠন ইন্সপায়ার ফাউন্ডেশন ইউকে ‘র পাশাপাশি নিজ উদ্যোগেও গাছের চারা লাগানোর আহবান জানান এবং ইন্সপায়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অতিথিরা বলেন, গাছ আমাদের কে অক্সিজেন দেয়। সুন্দর পরিবেশ ঠিক রাখতে সকলের উচিত একটি করে গাছ লাগানো।
ইন্সপায়ার ফাউন্ডেশন কে ধন্যবাদ জানাই তারা ছাত্রীদের মাঝে গাছ উপহার দেওয়া জন্য।
এছাড়াও ইন্সপায়ার ফাউন্ডেশন ইউকে ‘র পরিচালক বুলবুল আহমদ, লোকমান হোসেন লক্কু, মোঃ আশিকুর ইসলাম চৌধুরী সহ সকল সদস্যরা বলেন, গাছের চারা রোপন ধারাবাহিকতা আমাদের সব সময় অব্যাহত থাকবে।
“পরিবেশের ভারসাম্য ও অক্সিজেনের কথা চিন্তা করে ইন্সপায়ার ফাউন্ডেশন উপজেলার বিভিন্ন স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসায় বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ কর্মসূচি শুরু করে।
অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয় (বাজকাশারা), ভুবিরবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাহিরপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয় (বাংলাবাজার), এর ধারাবাহিকতায় আজ বাজকাশারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে বৃক্ষ রোপণের জন্য ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।