নিজস্ব প্রতিনিধি: ঢাকা মেডিকেলের মত গুরুত্বপূর্ণ মেডিকেলে আরপি আরএস পদে স্বাচিপের চিহ্নিত ডাক্তারদের পদায়ন নিয়ে উত্তেজনা বিরাজ করছে।
ডা: মো: আশিকুর রহমান (আরপি), ডা: মো: হাফিজুর রহমান(দিপু)(আরএস), ডা: হাসিবা মুনতাহা (আরএস-গাইনি) এই তিনজনের পদায়নের পর বৈষম্যবিরোধী ছাত্র ও ডাক্তারদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পরে। তারা বিক্ষোভ শুরু করেন। এমতাবস্থায় ঢামেকের পরিচালক ১১ তারিখ হওয়া এই অর্ডার অনুযায়ী আন্দোলনের মুখে তাদের যোগদান নিতে অস্বীকৃতি জানায়।
ছবি: সংগৃহীত
পরবর্তীতে তাদের যোগদান নিশ্চিত করতে ১৬ তারিখে ঢাকা মেডিকেল কলেজ ড্যাবের সভাপতি ডা: সোহেলের নেতৃত্বে পরিচালকের উপর চড়াও হন এবং গাইনির এক অধ্যাপকের সাথে চরম দুর্ব্যবহার ও বাকবিতন্ডা করে তাদের যোগদানে বাধ্য করেন। এই নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র ও ডাক্তারদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়।
অনুসন্ধানে জানা যায় এই পদায়নের জন্য ড্যাব ডা: হারুন অর রশিদ প্রত্যাক্ষভাবে সুপারিশ করেন। বৈষম্যবিরোধী ছাত্র ও ডাক্তাররা অবিলম্বে এই পদায়ন বাতিল না করলে কঠোর আন্দোলনের ডাক দেয়ার হুশিয়ারি জানান।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭