আপন সরদার (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সমস্থ কিন্ডারগার্টেন নিয়ে গঠিত টঙ্গীবাড়ী উপজেলা কিন্ডারগার্টেন সমিতির পক্ষ থেকে মেধাবৃত্তি পরিক্ষা ২০২৩ ইং এর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (৩০নভেম্বর) বেলা ১২ টায় সোনারং সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ পুরস্কার বিতরণ করা হয় । ১৭৫ জন পরিক্ষার্থীর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৭৮ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪১ জন।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি আলি আসগর রিপন মল্লিক। টঙ্গীবাড়ী উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সভাপতি বিএম আওলাদ হোসেন এর সভাপতিত্বে ও টঙ্গীবাড়ী সানরাইজ কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক আমিনুল ইসলাম এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আক্তার হোসেন মোল্লা,আউটশাহী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজল ইসলাম খান,সোনারং সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, টঙ্গীবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো: মোজাফফর হোসেন শেখ সহ বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষার্থী ও অবিভাবক বৃন্দ।