মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার বাঁলিগাও বাজারে বীজ আলু বাক্সর মধ্যে মূল্য তালিকা না থাকায় ৩ বীজ আলু বিক্রেতাকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।শনিবার দুপুরে টঙ্গিবাড়ী উপজেলার বাঁলিগাও বাজারে অভিযান পরিচালনা করে মূল্য তালিকা না থাকায় বীজ আলুর ব্যবসায়ী মনির হোসেন কে ১০ হাজার, মো: আরিফ হোসেনকে ১০ হাজার ও মোতাহার হোসনকে ২ হাজার করে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয় । এদিকে প্রকাশ্যে ধুমপান করায় দায়ে অসিম নামে একজন কে ১০০ টাকা জরিমানা করা হয়। টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকতা মো: মোস্তাফিজুর রহমান মোবাইল কোট পরিচালনা করে এ জরিমানা প্রদান করেন। এ সময় টঙ্গীবাড়ি থানা পুলিশ উপস্থিত ছিলেন । টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকতা মো: মোস্তাফিজুর রহমান জানান, আমাদের কার্যক্রম অব্যহত থাকবে ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭