নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে মোটরসাইকেলের ধাক্কায় দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে ইপিজেড থানাধীন ফ্রিপোর্ট এলাকার কাছে এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন-রুবেল (৩৬) ও মোক্তার (২৮)। তারা নগরীর সদরঘাট থানা এলাকার বাসিন্দা।ইপিজেড থানার ওসি মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, ‘ফ্রিপোর্ট এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের পিলারে ধাক্কা খায়। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।’
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।