হামিদুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাতের অন্ধকারে আলম নামে এক পেয়ারা চাষির দেড় শতাধিক পেয়ারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার রহনপুর পৌরসভার বহিপাড়া গ্রামের পশ্চিম চন্দনা এলাকার কৌরি পাড়া মাঠের জমিতে থাকা ওই পেয়ারা বাগানের গাছগুলো কেটে ফেলা হয়েছে।
বুধবার(১৩নভেম্বর)সকালে বাগানে গিয়ে বাগান মালিক আলম কাটা গাছগুলো দেখে ভেঙ্গে পড়েন। এলাকার মানুষও এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন।
স্থাণীয়রা জানায়, পেয়ারা চাষি আলম প্রায় দুইবিঘা (৬০শতক) জমিতে উন্নত জাতের পেয়ারা চাষ করে আসছিলেন ৫ বছর ধরে। গতকাল রাতে দূবর্ৃত্তরা তাঁর বাগানের বড় বড় দেড় শতাধিকফুল, গুটি ও পেয়ারা ধরে থাকাগাছগুলো কেটে ফেলেছে। স্থানীয়রা আরও জানান, এ জাতের প্রতিটি গাছে গড়ে ৩৫ থেকে ৪০ কেজি পেয়ারা ধরে। সে হিসেবে শুধু চলতি মৌসুমেই বাগান মালিকের প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং গাছ গুলো সম্পূর্ন নিচ থেকে কেটে ফেলা হয়েছে। যা থেকে আর গাছ পাওয়ার কোন সম্ভাবনা নাই।
রহনপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন, জানান, পেয়ারা চাষি আলমের সাথে আমার জানামতে কারো কোন শত্রুতা বা পারিবারিক কোন দ্বন্দ্ব নাই। সকালে জানার পর বাগানে এসে দেখলাম এত গাছ কেটে ফেলেছে যে, দেখেই কান্না চলে আসছে। এ ঘটনায় আশপাশের উপস্থিত সবাই খুব কষ্ট পেয়েছে। আমরা চাই যারা এই কাজটি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।
পেয়ারা চাষি আলম জানান, ৫ বছর আগে গ্রামের রাস্তার পাশে তাঁর নিজস্ব ৬০ শতকজমিতে এই পেয়ারা বাগান করেন তিনি। বাগানটিতে উন্নত জাতের কেজি ও থাই পেয়ারা চাষ করে আসছিলেন।
তিনি বলেন, চলতি মৌসুমে গাছগুলোতে ভরপুর পেয়ারা ছিল। কিন্তু মঙ্গলবার দিবাগত গভীর রাতেপূর্ব শত্রুতার জেরধরে দূবর্ৃত্তরা পেয়ারাসহ তাঁর ১৫০টি বড়গাছ কেটে ফেলেছে। এতে তারপ্রায়৫-৬ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাশার জানান, এ ব্যাপারে থানায়একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭