ঢাকাবুধবার , ১৩ নভেম্বর ২০২৪

গোবিন্দগঞ্জে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিনসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ


নভেম্বর ১৩, ২০২৪ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সাগর আহমেদ (গাইবান্ধা) প্রতিনিধি:   গাইবান্ধার গোবিন্দগঞ্জে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন বিতরণ, শিক্ষাবৃত্তি, স্কুল ব্যাগ, ক্রীড়া সামগ্রী, আশ্রয়ন প্রকল্পের ঘর ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়ামিন সুলতানার সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামানের পরিচালনায় এ উপকরণ বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি হিসাবে ১ম – ৫ম শ্রেনী ২৫০০ টাকা করে ৬০ জন, ৬ষ্ঠ- ১০ম শ্রেনী ৬০০০ টাকা করে ৩২ জন ও একাদশ – দ্বাদশ শ্রেনী ৯৫০০ টাকা করে ২১ জন। মোট ১১৩ জন শিক্ষার্থীর মাঝে সর্বমোট ৫,৪১,৫০০ টাকা উপবৃত্তি প্রদান, ৩০ জন শিক্ষার্থীকে শীত বস্ত্র, ২০ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, ১৫ জন শিক্ষার্থীকে ১৫ টি বাইসাইকেল, খেলোয়াড়দের মাঝে ১০ টি ফুটবল, ৫ জন ক্ষুদ্র-নৃগোষ্ঠির মহিলাদের মাঝে সেলাই মেশিন ও ৯ জনকে আশ্রয়ন প্রকল্পের ঘর বিতরণ করা হয়।

এছাড়াও উপজেলা চত্বরে শহীদ মিনার ও শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম,গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রবিউল কবির মনু,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শফিউল আলম মন্ডল জুয়েল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা সমবায় অফিসার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।