কুষ্টিয়া জেলা প্রতিনিধি: আজ ৭ই নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস।১৯৭৫ সালের এই দিনে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রকৃত মুক্তি এবং সাম্য ও মানবিক মূল্যবোধ তথা গণতান্ত্রিক অগ্ৰযাত্রার সূচনা হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ এদেশের আপামর জনসাধারণের কাছে দিনটির তাৎপর্য সীমাহীন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মোটরসাইকেল শোভাযাত্রা, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা । কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ইজ্ঞিনিয়ার জাকির হোসেন সরকার,যুগ্ন আহ্বায়ক এ্যাড মহঃ তৌহিদুল ইসলাম আলম,যুগ্ন আহ্বায়ক সাবেক সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭