রুবেল শেখ (পাবনা) জেলা প্রতিনিধি: আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্ট (এবি ট্রাস্ট) মাধ্যমে, পাবনায় বিদেশী উন্নয়ন সংস্থা “রিপাবলিক অফ তুর্কি মিনিস্ট্রি অফ কালচার এন্ড টুরিজম” (টিকা’র) সহযোগিতায়, শতাধিক নারীকে সেলাই মেশিন ও অর্ধশত কৃষক ও কৃষানীদের মাঝে উন্নত সংঙ্কর জাতের গাভী গরু বিতরণ ।
বিতরণ কর্মসূচি কুরআন তেলওয়াত ও মোনাজাত করে শুরু করা হয়। শুক্রবার (১ নভেম্বর) সকালে জেলা সদরের কুঠিপাড়া, আলহাজ আহেদ আলী বিশ্বাস স্কুল মাঠে এই উপহার সামগ্রী উপকারভোগীদের হাতে তুলে দেয়া হয়।
আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী,এবি ট্রাস্টের চেয়ারম্যান অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাবনা জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবি ট্রাস্ট। উপস্থিত ছিলেন টিকা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শেভকি মার্ট বারিশ, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মুহাম্মদ আলী আর্মান। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আঞ্জুমান আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা। পাবনা দারুল আমান ট্রাস্টের সেক্রেটারি মোঃ নান্নু সহ স্থানীয় রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পাবনাতে এই প্রথম বারেরমত তুর্কি প্রতিষ্ঠান টিকা আত্মমানবতার কল্যাণে দরিদ্র অসহায় মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে নারীদের জন্য সেলাই মেশিন ও কৃষক ও কৃষানীদের জন্য উন্নত জাতের গাভী গরু বিতরণে আর্থিক সহযোগিতা করেন।
এসময় টিকার কান্ট্রি ডিরেক্টর,আহেদ আলী বিশ্বাস স্কুল ও কলেজ পরিদর্শন করেন।
পরবর্তী বিতরণ কর্মসূচিতে উপকার ভোগীদের উদেশ্যে বলেন, এই উপহার আমরা তোমাদের দিয়েছি যাতে তোমরা নিজেরা উদ্যোগী হয়ে কাজ শিখে নিজের আয়ে চলতে পারো। আর উন্নত জাতের গাভী গরু লালণ পালন করে দুধ থেকে থেকে তোমাদের পুষ্টির চাহিদা পূরণ হবে অন্যদিকে সেখান থেকে অর্থ উপার্জন করে পরিবারকে সহযোগিতা করতে পারবে।
তবে আমরা দেখতে চাই তোমরা আমাদের এই সহযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছো। যদি কেউ আরো এগিয়ে যেতে চাও আমাদের প্রতিষ্ঠান টিকা তোমাদের পাশে থাকবে। আগামীতে তোমাদের উন্নত জীবন ধারনের জন্য আমরা তোমাদের পাশে থাকবো বলে প্রতিশ্রুতি দেন। আমাদের বন্ধু আপনাদের ভাই শিমুল বিশ্বাসকে আমরা বিশ্বাস মানবিক রাজনীতিবিদ এবং পরোপকারী মানুষ । তার উন্নয়ন মূলক সামাজিক কাজে টিকা সবসময় সহযোগিতা করবে বলে ব্যাক্ত করেন ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭