নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনার খ সার্কেল ঈশ্বরদীর সদস্যরা। আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত একটি মাদকবিরোধী টিম উপজেলার মুলাডুলি মধ্যপাড়ায় এক অভিযান পরিচালনা করেন।এসময় ওই গ্রামের মৃত আব্দুল হামিদ এর ছেলে মোঃ জামাল হোসেন (৪৬) এর বসতঘরে থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং আসামিকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়েরে করা হয়েছে।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।