মুন্সীগঞ্জ প্রতিনিধি: ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষে মুন্সীগঞ্জ-শরীয়তপুরের সীমানাধীন পদ্মানদীতে জাল ফেলে আশানুরূপ ইলিশ না পেলেও পাংগাস পাচ্ছেন জেলেরা। আর সেই পাংগাস বিক্রি করে ভালো দাম পাওয়ায় খুশি জেলেরা। গত বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার মুন্সীগঞ্জের মাওয়া,হাসাইল ও দিঘিরপাড় মৎস্য আড়তে ৪ কেজি থেকে শুরু করে প্রায় ১৫ কেজি ওজনের পাংগাস বিক্রি করেছে জেলেরা। ৮০০-১০০০ টাকা দামে পাইকারদের কাছে বিক্রি করছেন আড়তদাররা। হাসান ছৈয়াল নামের এক জেলে জানান,ইলিশের অভিযান শেষে হলে নদীতে মাছ ধরতে যাই। এসময় ইলিশ আসার কথা থাকলেও ইলিশ না এসে বড় বড় পাংগাস আসে। আড়ত গুলোতে ভালো দাম পাওয়ায় আমরা খুশি। হাসাইল মৎস্য আড়তের আড়তদার বাবু হাওলাদার বলেন, প্রতি বছরেই এই সময় জেলেরা বড় বড় পাংগাস পেয়ে থাকে। এবারো তার ব্যতিক্রম নয়। গত বছর হাসাইল আড়তের এক জেলে এক ক্ষেপে সর্বোচ্চ ৮০ পিস পাংগাস পেয়েছিলো। এবছর এখনো পর্যন্ত ২৫০ পিস পাংগাস পাওয়ার কথা শুনেছি। টঙ্গীবাড়ী থেকে পাংগাস কিনতে আসা গনেশ নামের এক ক্রেতা জানান, ৯৫০ টাকা দরে ১১ কেজি ওজনের একটি পাংগাস কিনলাম। নদীর পাংগাস খেতে খুবই সুস্বাদু তাই ভোরে আড়তে এসেছি পাংগাস কিনতে। পছন্দমত কিনে নিলাম।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭