স্টাফ রিপোর্টার: সুপারশপের পর এবার কাঁচাবাজারেও আজ শুক্রবার থেকে নিষিদ্ধ হচ্ছে পলিথিন ও পলিপ্রপাইলিনের ব্যাগ (টিস্যু ব্যাগ)। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে কাঁচাবাজারগুলোতে অভিযান চালাবে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি অবৈধভাবে পলিথিন উৎপাদনকারী কারখানাগুলোতেও অভিযান চালানো হবে।
গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর পরিবেশ ও বন উপদেষ্টা পলিথিন নিষিদ্ধের আইনের কঠোরভাবে প্রয়োগের ঘোষণা দেন। এর অংশ হিসেবে গত ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়।
আইন বলছে, পলিথিন বিক্রি, বিক্রির জন্য প্রদর্শন, মজুদ, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের দায়ে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে।
একই অপরাধ দ্বিতীয়বার করলে দুই থেকে দশ বছরের কারাদণ্ড ও দুই লাখ থেকে ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭