আনোয়ার হোসেন: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় অবৈক খরছি জালে মেঘনা দখল, জীবিকা সংকটে সাধারণ জেলেরা শিরোনামে প্রিন্ট পত্রিকা দৈনিক ভোরের খবর, সময়ের আলো,নতুন সময় ও অনলাইন নিউজ পোর্টাল ইউথ টেলিভিশন, দর্পন২৪ ডট নেট,প্রয়াস নিউজ ও হ্যাপি টাইমস এ নিউজ হওয়ার পর মেঘনাকে অবৈধ খরছি জালে দখল মুক্ত করতে অভিযান পরিচালনা করেন, কমলনগর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তুর্য সাহা।
শনিবার (০৯নবেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত মেঘনা নদীতে এই অভিযান পরিচালনা করে।
এ সময় নদীতে অবৈধ খরছি জাল দিয়ে মেঘনা দখলবাজ জেলেরা জাল নিয়ে পালিয়ে যাওয়ায় কোন খরছি জাল জব্দ করা যায়নি, তবে নদিতে পুতে রাখা প্রায় ১৫০(একশত পঞ্চাশ)টি খুটি অপসারণ করা হয়।
এ ব্যাপারে কমলনগর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বলেন, যতক্ষণ পর্যন্ত অবৈধ খরছি জালে মেঘনা দখল মুক্ত না হয় অভিযান অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭