স্বপন রবি দাশ (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি: বিএনপির উপর নির্বিচারে গুলি ও অমানবিক নির্যাতনের অভিযোগে হবিগঞ্জের সাবেক পুলিশ সুপার এসএম মুরাদ আলী, সদর থানার সাবেক ওসি মাসুক আলীসহ ৫৫ পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
রোববার লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মতিন বাদী হবিগঞ্জ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেলোয়ার হোসেনের আদালতে এ মামলার আবেদন করেন।
বিচারক মামলাটি আংশিক শুনানী শেষ অধিকতর শুনানীর জন্য আগামী ৫ নভেম্বর নির্ধারণ করেছেন।
বাদীপক্ষের আইনজীবি প্যানেলের সদস্য এডভোকেট আফজাল হোসেন জানান, আজ আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত শুনানী শেষে অধিকর শুনানীর জন্য আগামী ৫ নভেম্বর নির্ধারণ করেছেন।
মামলায় অভিযোগ করা হয়, ২০২১ সালের ২২ ডিসেম্বর জেলা বিএনপির উদ্যোগে বিএনপির জনসভাকে কেন্দ্র করে শায়েস্তানগরস্থ কার্য়ালয়ের মঞ্চ তৈরী করা হয়। এতে কেন্দ্রীয় বিএনপির নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।
কিন্তু দুপুর ১২টা থেকেই পুলিশ সভার সকল প্রবেশমুখ চেকপোস্ট করে জনসভায় আসা নেতাকর্মীদের হয়রানী করে। পরে মারমুখী হয়ে নেতাকর্মীদের উপর অন্যায়ভাবে গুলি বর্ষণ করে। এতে জেলা ছাত্রদলের সভাপতি রিংগন, সফিকুর রহমান সিতুসহ ৩ শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। এ ঘটনায় আজ রবিবার এ মামলা দায়ের করা হয়। আদালত শুনানী শেষে অধিকর তদন্তের জন্য আগামী ৫ নভেম্বর নির্ধারণ করেছেন।