ঢাকাশুক্রবার , ১ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

সুন্দরগঞ্জে জাতীয় যুব দিবস অনুষ্ঠিত


নভেম্বর ১, ২০২৪ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

শহীদুল ইসলাম শহীদ (গাইবান্ধা)প্রতিনিধি:   দক্ষ যুব গড়বো দেশ বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক আয়োজিত জাতীয় যুব দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা,র্যালি ও চেক বিতরণ অনুষ্ঠান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজির হোসেন। অন্যান্যদের মধ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মাহমুদুল ইসলাম প্রামানিক,উপজেলা জামায়াত ইসলামের আমির মোঃ শহিদুল ইসলাম মঞ্জু,পৌর বিএনপির আহবায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া,সদস্য সচিব মোঃ মিজানুর রহমান নিপু,পৌর জামায়াত ইসলামের আমির মোঃ একরামুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাফর আহমেদ লস্কর,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পদ মোঃ আঃ মান্নান আকন্দ ও সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেন বুলু সহ প্রমুখ। আলোচনা সভা শেষে নির্বাচিত ২ জন আত্মকর্মীকে ঋণের চেক প্রদান করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ২ মাস মেয়াদি কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।