ঢাকাশুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪

সাভারে শারদীয় দূর্গোৎসব ও বিজয়া পূর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত


নভেম্বর ১৫, ২০২৪ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা প্রতিনিধি:  শারদীয় দূর্গোৎসব ও বিজয়া পূর্নমিলনী অনুষ্ঠানে সাভার উপজেলার নির্বাহী অফিসার মো.আবু বকর সরকার মন্তব্য করে বলেছেন,বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, এদেশের ভূমির মালিক সবাই এবং এখানে সবার পরিচয় বাংলাদেশী।আশুলিয়ার এলাহী কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।এসময়ে তিনি বলেন, বাংলাদেশে আসলে কোনো সংখ্যালঘু নেই। কারণ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান বা অন্য কোনো ধর্মের আমরা যারা রয়েছি তারা সবাই বাংলাদেশী।আশুলিয়া থানা বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সভাপতি আশিষ চন্দ্র নাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শম্ভু সরকারের সঞ্চালনায়
গীতা পাঠের মধো দিয়ে শারদীয় দূর্গোৎসব ও বিজয়া পূনমিলী অনুষ্ঠিত হয়।এসময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বাংলাদেশ পুজা উদযাপন কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক বাবু বরুণ ভৌমিক নয়ন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাভার সার্কেল জনাব,মো.এস,এম রাসেল ইসলাম নুর, সহকারী কমিশনার (ভূমি)আশুলিয়া রাজস্ব সার্কেল জনাব মো.শাহ জুবায়ের,সহকারী কমিশনার (ভূমি)আমিন বাজার রাজস্ব সার্কেল জনাব মো.বাসিত সাত্তার,আশুলিয়া থানার ওসি অপারেশন মহম্মদ আব্দুল বারিক(পিপিএম) আশুলিয়ার স্থানীয় সনাতনীরা ও সাংবাদিকগণেরা।পরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।