ঢাকারবিবার , ১০ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

মাদকবিরোধী র‌্যালি ও মানববন্ধন করে ভুলুয়া ফাউন্ডেশন


নভেম্বর ১০, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:  ‘মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাঁচান’ স্লোগানে মাদকবিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন ভূলুয়া ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন।

শনিবার (০৯নবেম্বর) বিকেলে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট বাজারের পূর্ব পাশে ভূলুয়া ব্রীজ এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন,চরকাদিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম মেম্বার, উপজেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন মানিক, ছাত্রদলের সাবেক নেতা আবুল কালাম আযাদ,
মোহাম্মদুল্লাহ,রেদোয়ান হোসাইন প্রমুখ

বক্তারা বলেন, উপজেলার ফজুমিয়ারহাট বাজারের পূর্ব পাশে ভূলুয়া ব্রীজ এলাকাটি বর্তমানে মাদকের জমজমাট আসর চলছে। মাদকাসক্তদের যন্ত্রণায় অতিষ্ঠ ওই এলাকার বাসিন্দারা। প্রতিনিয়ত চুরি ডাকাতি সহ নানা অপরাধ কর্মকান্ড সংগঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিরব ভূমিকায় তারা হতাশা ব্যক্ত করে বলেন,অবিলম্বে মাদক নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে।

সমাবেশ শেষে একটি মাদকবিরোধী র‌্যালি বের হয়ে ফজুমিয়ারহাট বাজার প্রদক্ষিণ করে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।