ঢাকাসোমবার , ৪ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

নবীগঞ্জে নারী ও শিশু মামলা ও পরোয়ানা ভুক্ত আসামিসহ গ্রেফতার ২


নভেম্বর ৪, ২০২৪ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:   হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান নারী ও শিশু নির্যাতন মামলা ও সি আর মামলার পরোয়ানা ভুক্ত দুইজন আসামিকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধীত-০৩) এর এজাহার নামীয় প্রদান আসামী হলো নবীগঞ্জ উপজেলা ইমামবাঐ গ্রামের মো: মান্নান মিয়ার পুত্র মো: হাশিম মিয়া(২২)।

সিআর মামলা নং-৫১৮/২৪ এর গ্রেফতারী পরোয়ানার পলাতক আসামি হলো নবীগঞ্জ উপজেলার উত্তর গহরপুর গ্রামের মফিজ উল্লার পুত্র আফতাব উদ্দিন (৫৮)৷

গতকাল সোমবার রাতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন, পিপিএম এর দিক নির্দেশনায় ও এসআই মোঃ তৌহিদুল ইসলাম, এস আই শুভ, এএসআই সুব্রত নেতৃত্বে গোপন সংবাদ ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা ইমামবাঐ ও উত্তর গহরপুর পৃথক পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে নারী শিশু নির্যাতন মামলার ও সি আর পরোয়ানা ভুক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন,নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো কালাম হোসেন পিপিএম। তিনি বলেন গ্রেফতারকৃত আসামীদেরকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।