ঢাকাশুক্রবার , ১ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

নবীগঞ্জে এক কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।


নভেম্বর ১, ২০২৪ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:   হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃত হলো- ১৩নং গজনাইপুর ইউনিয়নের উত্তর দেবপাড়া গ্রামের মৃত তাইদ আলী পুত্র মিজান আহমদ (২৬),পূর্ব দেবপাড়া (কুড়িটিলা) গ্রামের মোঃ মায়েদ মিয়ার স্ত্রী সাজনা বেগম (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নবীগঞ্জ থানার এফ আই আর মামলার নং ২১।
২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯ (ক) ধারার মামলা রুজু করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ৩১ অক্টোবর দুপুরে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন পিপিএম এর দিকনির্দেশনায় ও গোপলাবাজার পুলিশ ফাঁড়ি এসআই মো: আব্দুল ছালাম নেতৃত্বে গোপন সংবাদ ভিত্তিতে বিকালে দেবপাড়া ইউনিয়নের পূর্ব দেবপাড়া (কুড়িটিলা) এলাকায় অভিযান পরিচালনা করে এক কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

মাদক ব্যবসায়ীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: কালাম হোসেন পিপিএম।
গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীদেরকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।