ঢাকাশুক্রবার , ১ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

নবীগঞ্জে ইউপি চেয়ারম্যান নোমান হোসেন বিজিবি হাতে আটক


নভেম্বর ১, ২০২৪ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:   হবিগঞ্জের নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নোমান হোসেনকে গ্রেফতার করেছে বিজিবি।ভারতে যাওয়ার সময় সিলেটের তামাবিল সীমান্তে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের পদচ্যুত চেয়ারম্যান নোমান হোসেনকে (৩৮) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার সকালে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় তাঁকে আটক করা হয়।আটককৃত নোমান হোসেন হলেন- নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লালপুর গ্রামের হাজী হেলিম উদ্দিনের ছেলে। নোমান হোসেন নবীগঞ্জ উপজেলা যুবলীগের বহিষ্কৃত সদস্য।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শুক্রবার সকালে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বৈধপথে ভারত যাওয়ার চেষ্টা করেন ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেন। এসময় বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের সন্দেহ হলে নোমান হোসেনকে আটক করা হয়। পরে তাঁকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়।এ প্রসঙ্গে সিলেট বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘তামাবিল সীমান্ত দিয়ে ভারত গমনকালে নোমান হোসেনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে জগন্নাথপুর থানায় নোমান হোসেনের নামে মামলা রয়েছে বলে জানা যায় এবং ওই মামলায় তিনি জামিনে রয়েছে বলে জানা গেছে। তবে পুলিশ জানিয়েছে জামিনে থাকলেও তিনি বিদেশে যেতে পারবেন না।’

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।