আপন সরদার (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলাম যশলং ও কে-শিমুলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে শুক্রবার সকাল ৯ টায় বাঘিয়া বাজার মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও মুন্সীগঞ্জ জেলার আমির আ,জ,ম রুহুল কুদ্দুছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী। টঙ্গীবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ ইকবাল হুসাইনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হেমায়েত উদ্দিন, টঙ্গীবাড়ী উপজেলা আমির মাওলানা আব্দুল বারী,সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন টঙ্গীবাড়ী উপজেলার নায়েবে আমির সৈয়দ আব্দুর রহিম। এ সময় আরো উপস্থিত রাখেন মুন্সীগঞ্জ জেলা ছাত্রশিবিরের ক্রীড়া সম্পাদক সরোয়ার খান,মো: শহিদুল ইসলাম, হাসিবুল ইসলাম হামিদি,রাসেল বেপারী,মো: হাবিবুল্লাহ, জেলা কর্ম পরিষদ সদস্য মোকলেসুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আ,জ,ম রুহুল কুদ্দুছ বলেন, আমরা যদি আমাদের প্রিয় জন্মভূমিতে শান্তি প্রতিষ্ঠা করতে চাই তাহলে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় ইসলামি শিক্ষার ব্যবস্থা নেই তাই আমাদের সন্তানদের জন্য শরিফ শরিফা শিক্ষা ব্যবস্থা বাদ দিয়ে ইসলামি শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে।