ঢাকাশনিবার , ২ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

আশুলিয়ায় ডেঙ্গুজ্বর প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত


নভেম্বর ২, ২০২৪ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

কেএম সবুজ:   সাভারে আশুলিয়া ফার্মাসিস্ট এন্ড কেমিস্টস এসোসিয়েশনের উদ্যোগে ডেঙ্গুজ্বর প্রতিরোধে করণীয় বিষয়ে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২নভেম্বর) দুপুরে আশুলিয়ার জামগড়া
ফুড ফেয়ার থাই চাইনিজ রেষ্টুরেন্টে এ সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। আতঙ্ক নয়,”সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধে প্রধান উপায়” এই স্লোগানকে সামনে রেখে ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে ডেঙ্গু জ্বর সচেতনতামূলক একটি র‍্যালী মহাসড়ক প্রদক্ষিণ করে ফুড ফেয়ার থাই চাইনিজ রেস্টুরেন্টের সামনে গিয়ে শেষ হয়। এরপরে দিক নির্দেশনা বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি (বিসিডিএস) আশুলিয়া থানা উপ-শাখা’র সভাপতি মো.জহিরুল ইসলাম খান লিটনের উপস্থিতিতে আয়োজিত সভার সভাপতিত্ব করেন আশুলিয়া ফার্মাসিস্ট এন্ড কেমিস্টস এসোসিয়েশনের সভাপতি মো.শরিফুল ইসলাম পাঠান।সংঠনটির সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) মো: তৌহিদুল ইসলাম ও সদস্য সচিব এম,এ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো.জাহিদ হাসান শিকদার ও মানিকগঞ্জ পাড়ার মসজিদুল কুবার খতিব মাওলানা মো.সাদেকুর রহমানসহ সংগঠনটির সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।প্রধান অতিথি জহিরুল ইসলাম খান লিটন বলেন, সাভার ও আশুলিয়াসহ বাংলাদেশের প্রায় প্রতিটি জায়গাতেই ডেঙ্গুর প্রকোপ অধিক মাত্রায় বেড়ে গিয়েছে। ডেঙ্গুজ্বরে বিশেষ করে ছোট বড় সবাই আক্রান্ত হচ্ছে। আমাদের সহকর্মী-পল্লী চিকিৎসক অধিকাংশই এই ভয়াবহ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলো। তাই এই ডেঙ্গু থেকে বাঁচতে আমাদের নিজ এরিয়াতে আমরা সাংগঠনিকভাবে ডেঙ্গু সচেতনতায় কাজ করার পরিকল্পনা গ্রহণ করেছি। ডেঙ্গু প্রতিরোধে সেই সাথে সবাইকে এগিয়ে আসতে হবে বলেও তিনি আহবান জানান।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।