ঢাকাশুক্রবার , ১১ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ খবর

সুন্দরগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন অব্যাহত থাকবে -জামায়াত নেতৃবৃন্দ


অক্টোবর ১১, ২০২৪ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

শহীদুল ইসলাম শহীদ,গাইবান্ধা প্রতিনিধি:   শারদীয় দুর্গা পূজা উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সুন্দরগঞ্জ উপজেলা জামায়াত নেতৃবৃন্দ। শারদীয় দুর্গোৎসব শুরুর দিন থেকে পরিদর্শন করেছেন জেলা ,উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।পাশাপাশি পূজা মন্ডপ গুলোতে নিরাপত্তাও দিচ্ছেন তারা।

গতকাল রাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন তারা।

পূজামণ্ডপ পরিদর্শনে হেসে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা

জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোঃ মাজেদুর রহমান, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম মঞ্জু, জামায়াতের ইসলামীর বামনডাঙ্গা ইউনিয়ন সেক্রেটারি মোঃ রাশেদুল ইসলাম বাবু সহ উপজেলা ও ইউনিয়নের জামায়াতে নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে জেলা নায়েবে আমির অধ্যাপক মোঃ মাজেদুর রহমান বলেন, মহান আল্লাহ তায়ালা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। যারা পূজা করতে বাঁধা দিবে এবং বিশৃঙ্খলা করবে তারা সন্ত্রাসী। তাদের প্রতিহত করা আমাদের নৈতিক দায়িত্ব। তাদের প্রতিহত করতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা হিন্দুদের পাশে আছে এবং সবসময় পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন।
সেই সাথে তিনি আগামীতে সুন্দরগঞ্জ আসনের এমপি প্রার্থী হিসেবে সকলের কাছে ভোট ও দোয়া কামনা করছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।