ঢাকাসোমবার , ২১ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ খবর

সুন্দরগঞ্জে কিশোরীদের এইচপিভি টিকা প্রদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


অক্টোবর ২১, ২০২৪ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধি:   এক ডোজএইচপিভি টিকা নিন জরায়ুর মুখে ক্যান্সার রুখে দিন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় কিশোরীদের জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদান করা নিয়ে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে পর্যায়ক্রমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ কাজী আবু আহসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজির হোসেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ রাকিবুল ইসলাম। প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান,আব্দুল মান্নান আকন্দ,গোলাম মোস্তফা,সুপার মোঃ ইয়াকুব আলী,মোঃ আখতারুজ্জামান সুজা, মোঃ মাহবুবুর রহমান,মোছাঃ ফাতেমা আক্তার ও মোঃ ওবায়দুল হক চৌধুরী প্রমুখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার বলেন,আগামী ২৪ অক্টোবর হতে ২৩ নভেম্বর পর্যন্ত ১৮ কর্ম দিবসে উপজেলার একটি পৌরসভা ও ১৫ টি ইউনিয়নের প্রাথমিক এবং মাধ্যমিক স্তর সহ পঞ্চম থেকে নবম শ্রেণীর কিশোরীদের বিনামূল্যে রেজিস্ট্রেশন এর মাধ্যমে এসব টিকা প্রদান করা হবে। এইচপিভি টিকা ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের প্রতিষ্ঠানে এবং প্রতিষ্ঠানের বাইরের কিশোরীদের উপজেলায় নির্ধারিত ৩৬০ টি এইচপিভি ঠিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে। উপজেলায় টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে কমপক্ষে ২৪ হাজার। এই টিকা প্রদান করা হলে কিশোরীরা ভবিষ্যতে জরায়ুর মুখের ক্যান্সার হওয়া থেকে রক্ষা পাবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।