আনোয়ার হোসেন,স্টাফ রিপোর্টারঃ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শিবিরের সাবেক সাথী ও সদস্যদেরকে নিয়ে সাংগঠনিক মতবিনিময়ে সভা হয়।বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধা ৬টায় উপজেলার হাজিরহাট বাজার নবাব চাইনিজ রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়। উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আবুল খায়ের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা জামাতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা হুমায়ুন কবির, জেলা বায়তুল মাল সম্পাদক প্রফেসর মিজানুর রহমান, উপজেলা সূরা সদস্য মোঃ জামাল উদ্দিন, উপজেলা বাইতুল মাল সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন ও সূরা সদস্য হাফেজ মোহাম্মদ জাকারিয়া প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে,বাংলাদেশকে দুর্নীতি ও জুলুম মুক্ত, সুশৃংখল রাষ্ট্র গড়ার জন্য একটি জনবান্ধব সরকার গঠন করা প্রয়োজন। সে লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাথী ও ত্যাগি সদস্যদেরকে জামায়াত ইসলামের সকল কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।