কেএম সবুজ: গত ০৫ ই আগষ্ট রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে পশ্চিম জিরাবো বাগানবাড়ী এলাকা থেকে হারিয়ে যায় ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া জিহাদ হাসান(১৪)। এরপর থানা পুলিশ থেকে শুরু করে র্যাব-৪। তারপর বিভিন্ন গণমাধ্যম অফিসের সহায়তা চাইতে ঘুরতে ঘুরতে হয়রান। মেলেনি নূন্যতম সহযোগিতা। অবশেষে গত ০৫ অক্টোবর ২০২৪ইং জাতীয় দৈনিক ভোরের খবর পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয় ” নিখোঁজ স্কুল পড়ুয়া ছেলের সন্ধান চেয়ে রাস্তায় রাস্তায় পোষ্টারিং করছে বাবা ” নামক শিরোনামে। সেই সংবাদটি পাঠক ও দর্শকদের শেয়ারে ছড়িয়ে পড়লে প্রশাসনের উর্ধ্বতন মহলের নজরে আসলে তাৎক্ষণিক ছায়া তদন্ত শুরু হয়। অবশেষে, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গাজীপুরের টঙ্গীর একটি আবাসিক হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় জিহাদকে লুকিয়ে রাখতে সহযোগিতা করা অভিযুক্ত আব্দুল হালিমকে আটক করে পরে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। উল্লেখ্য, জিহাদ তার বাবা মায়ের উপর অভিমান করে গত ০৫ আগষ্ট রাত সাড়ে ৮ টায় বাসা থেকে বের হয়ে যায়। কিন্তু পরবর্তীতে বাসায় আসতে চাইলে আর রাস্তা না চিনে হারিয়ে যায়। এরপর অটোরিক্সা চালক আব্দুল হালিমের সাথে দেখা হলে বিস্তারিত খুলে বললে সে সাথে করে তার বাসায় নিয়ে যায়। পরে তার বাবা মায়ের সাথে যোগাযোগ না করি টঙ্গীর একটি আবাসিক হোটেলে,হোটেল বয় হিসাবে রেখে আসে। অবশেষে নবীনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলক কুমারের সহযোগিতায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রথম হালিমকে আটক করে পরে জিহাদকে উদ্ধার করা হয়।