ঢাকাসোমবার , ৭ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ খবর

টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ


অক্টোবর ৭, ২০২৪ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি:   মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭অক্টোবর) বিকেল ৩ টায় উপজেলা পরিষদর মাঠে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীর সাহেন চরমোনাই। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলার সভাপতি আলহাজ্ব কে,এম, আতিকুর রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশের টঙ্গীবাড়ী উপজেলার সভাপতি আব্দুল হাকিম ঢালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল্লাহ সরদার এর পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা নেছার উদ্দিন, ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব কে,এম,বিল্লাল হোসাইন,ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুফতি শাহাদাত হোসেন লস্করপুরী,যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী সানাউল্লাহ কাসেমী,সাংগঠনিক সম্পাদক গাজী রফিকুল ইসলাম বাদল,প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক গাজী মুহাম্মদ জসিম উদ্দিন, ইসলামি শ্রমিক আন্দোলন মুন্সীগঞ্জ জেলার সভাপতি মো:দেলোয়ার হোসেন শিকদার, ইসলামি যুব আন্দোলন মুন্সীগঞ্জ জেলার সভাপতি মাওলানা হাবীবুর রহমান বিক্রমপুরী,ইসলামি শ্রমিক আন্দোলন টঙ্গীবাড়ী উপজেলার সভাপতি মোহাম্মদ ইউনুছ শেখ,ইসলামি যুব আন্দোলনের টঙ্গীবাড়ী উপজেলার সভাপতি মো: রাসেল খান,ইসলামি ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি মো: জিসান সৈয়াল সহ বাংলাদেশ ইসলামি আন্দোলন ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।